মাওলানা মহিউদ্দিন কাসেমী একজন তারুণ্যদীপ্ত আলেমে দীন। ১৯৮৮ সালের ১১ মে চাঁদপুরের কচুয়া উপজেলায় জন্ম নেওয়া বিদগ্ধ এই লেখকের কর্মজীবনের মতো শিক্ষাজীবনও বেশ কৃতিত্বে ভরপুর আর বৈচিত্রময়। পিতা অধ্যাপক আবু বকর মুহাম্মদ সিদ্দিক-এর কাছে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। প্রাইমারি শেষ করেন নিজ এলাকাতেই। ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ হতে ২০০৫ খ্রিষ্টাব্দে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে তাকমিল ফিল হাদিস পরীক্ষা দিয়ে মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেন। অতঃপর ২০০৭ খ্রিষ্টাব্দে বিশ্বের শীর্ষস্থানীয় দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ হতে দাওরায়ে হাদিস ও তাখাসসুস ফিত তাফসির-এর ডিগ্রি নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এরপর তিনি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় তাখাসসুস ফিল হাদিস বিভাগে অধ্যয়ন করেন। আল হাইয়াতুল উলয়া বোর্ডের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত মাস্টার্স সমমানের তাকমিল ফিল হাদিস থেকে ২০১৭ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে সারাদেশে ২৫তম স্থান অর্জন করেন। ২০০৯ সাল থেকে অদ্যবধি শিক্ষকতা পেশায় তিনি নিয়োজিত রয়েছেন।
মহিউদ্দিন কাসেমীর ব্যস্ততা শিক্ষা ও প্রশিক্ষণ হলেও তিনি বিভিন্ন জার্নাল-ব্লগে দু-হাতে লিখে চলেছেন। বিষয়ের সূক্ষ্মতা, বর্ণনার সাবলীলতা ও ভাষার মাধুর্যে ইতিমধ্যে তিনি অনেকের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। আকসার কান্না তাঁর অনূদিত প্রথম বই। গ্রন্থ রচনা ও অনুবাদের সুবিশাল ভূমিতে লেখকের বিচরণ হোক সাড়ম্বর, গতিশীল ও সুচারু—এটাই আমাদের কামনা।
সালমান বিন মালেক
পরিচালক
মাকতাবাতুল আযহার সিলেট
Developed by Web Makeout